Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানী, ধর্ষণ ও আত্মহত্যা প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত মা সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান, জেলা শিক্ষা অফিসার ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, ইসলাম মানব সমাজে মায়েদের অধিক সম্মান দিয়েছেন। সংসার সুখে হয় রমনীর গুণে, সব মায়েরা চাই তার সন্তান ভাল থাকুক।

তিনি এ সময় বলেন, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানী, ধর্ষণ ও আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারপ।

Bootstrap Image Preview