Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় পোশাক শ্রমিককে গুলি করে হত্যা

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় রাসেল খান (২৭) নামে এক পোশাক শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জামগড়া ভূইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল খান আশুলিয়ার শিমুলতলা এলাকার মান্তা অ্যাপারেলস নামক পোশাক কারখানার শ্রমিক। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামের ফজলুল খানের ছেলে।

নিহতের সাথে থাকা বন্ধু আলামিন জানান, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে আমি বাসার নিচে আশি মশার কয়েল কিনতে। হটাৎ তিনজন ব্যক্তি আমার সামনে এসে পিস্তল বের করে আমার কাছে থাকা মোবাইল ফোন ও ৪৫০ টাকা নিয়ে যায়। 

এই কারণে শুক্রবার রাতে রাসেল, হুমাউন কবির, মনির, সাইফুল ইসলাম সহ আমার নয় বন্ধু মিলে সেই ছিন্তায়কারীদের দেখার জন্য আবার সেখানে বসে থাকি। পড়ে দুই জন ব্যক্তি আমাদের দেখে দুর থেকেই গুলি চালায়। এতে আমরা সবাই দৌরে পালালেও রাসেলের গায়ে গুলি লাগার কারণে সে সেখানে পড়ে যায়। পরে রাতেই আমরা সবাই মিলে রাসেলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বাবা ফজলু খান জানান, রাত ১টার দিকে কে বা কারা তার মোবাইল ফোনে ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, গত দুই-তিন দিন পূর্বে শিমুলতলা এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর জেরে গভীর রাতে শিমুলতলা এলাকায় রাসেল ও তার কয়েক বন্ধু ঐ ছিনতাইকারীদের ধরতে গিয়েছিল সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে রাসেল নামে এক যুবক গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের কারণেরই এই ঘটনা ঘটেছে। তবে তদন্ত করে ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Bootstrap Image Preview