Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমের টানে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview


গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভোলার বাজারে প্রেমিকের বাড়ির সামনে অনশন করেছে মমতা বেগম নামে দুই সন্তানের জননী। ওই গৃহবধুর সঙ্গে একই গ্রামের প্রতিবেশী যুবক ইদুল মিয়ার পরকিয়া চলছিল দুই বছের ধরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভোলারবাজার এলাকার রাজমিস্ত্রী জুয়েল মিয়ার সাথে রংপুরের মিঠাপুকুর এলাকার মমতা বেগমের সাথে বিয়ে হয় ১৩ বছর আগে। তাদের বড় মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র। জুয়েল মিয়া কর্মের কারণে ঢাকায় অবস্থান করায় প্রতিবেশী আউয়াল মিয়ার ছেলে ইদুল মিয়ার লালসার শিকার হয় মমতা বেগম। ইদুল মিয়া একই ইউনিয়নের কদমতলা এলাকায় সারা আউটসোর্স এস্পার্ট লিমিটেডে কাজ করে। ইদুল মিয়া কৌশলে মমতা বেগমের সাথে অবৈধ দৈহিক সম্পর্ক গড়ার উদ্দেশ্যে প্রেমের প্রস্তাব দেয়। এতে মমতা রাজি না হওয়ায় ইদুল মিয়া কৌশল পরিবর্তন করে।

২০১৭ সালের ডিসেম্বর মাসে মমতা বাসায় একা অবস্থান করছিল। সেই সুযোগ ইদুল মিয়া কাজে লাগিয়ে মমতার ঘরে প্রবেশ করে এবং তার সাথে সম্পর্ক করার জন্য চাপ দেয়। ওই সময় এতেও তিনি রাজি না হওয়ায় ইদুল মিয়া মমতার ঘরে ধর্ণার সাথে মমতার ওরনা পেচিয়ে আত্মহত্যা চেষ্টার নাটক করে।

এভাবে একের পর এক কৌশল অবলম্বন করে ইদুল মিয়া মমতার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তখন থেকেই স্বামী জুয়েল মিয়ার অনুপস্থিতিতে মমতার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। তারা নিয়মিত দৈহিক মেলা মেশার কারণে মমতার গর্ভে সন্তান আসলে ইদুল মিয়া মমতাকে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের চৌরাস্তা এলাকার রউফ ডাক্তারের কাছে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটায়।

এরপর থেকে মমতাকে এড়িয়ে চলার চেষ্টা করে ইদুল মিয়া। এনিয়ে দুই পরিবারে কলহ-বিবাদ চলতে থাকে এবং ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। গত ১২ ফেরুয়ারী মমতা বেগমকে আত্মহত্যা করার জন্য ইদুল মিয়া ও তার ছোট ভাই আলাল মিয়া ২০টি ঘুমের ঔষধ কিনে দিলে মমতা বেগম তা খেয়ে ফেলে। এতে মমতা অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামাদ আজাদ দেখতে যান।

এ ব্যাপারে চেয়ারম্যান শেখ সামাদ আজাদ বলেন, ইদুল মিয়া ও মমতা বেগমের দৈহিক সম্পর্কের কারণে তিন বার গর্ভপাত ঘটায়। এখন মমতাকে হত্যার উদ্দেশ্যে ইদুল মিয়া ও তার ছোট ভাই আলাল মিয়া তাকে ঘুমের ঔষধ খাওয়ায় বলে মমতা আমাকে জানায়। এদিকে সুস্থ্য হয়ে বৃহস্পতিবার সকালে মমতা বেগম ইদুল মিয়ার বাড়িতে গিয়ে উঠে এবং তাকে বিয়ের জন্য চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইদুলের জ্যাঠা আলমসহ পরিবারের লোকজন মমতাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে দুপুর থেকে সন্ধ্যে পর্যান্ত মমতা বেগম ইদুলের বাড়ির গেটের সামনে মাটিতে শুয়ে সুবিচার পাওয়ার আশায় অনশন করে শুরু করে।

মমতা বেগম জানান, ইদুল মিয়ার কারণে আমি স্বামী, সন্তান ত্যাগ করেছি। সে (ইদুল মিয়া) যদি আমাকে বিয়ে না করে তা হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।

এ ব্যাপারে একই ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার বলেন, ইদুল মিয়া ও মমতা বেগমের এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইদুল মিয়া পলাতক থাকার কারণে স্থানীয় জনগণের উপস্থিতিতে মমতা বেগমকে রাতে ইদুল মিয়ার বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিশের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হতে পারে।

Bootstrap Image Preview