Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩১ AM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বন্যা খাতুন (১৫) নামে এক স্কুল ছাত্রী। সে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর মামা কদর আলী জানান, বন্যার বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নলডাঙ্গা গ্রামে। খুব ছোট বেলাতে ওর বাবা-মা মারা গেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামে আমার বাড়িতে নিয়ে এসে তাকে সন্তান স্নেহে বড় করি। তিনি আরও জানান, ছোট বেলা থেকেই প্রচন্ড অভিমানী ছিল বন্যা। শুক্রবার দুপুরের পর বাড়িতে কোন কিছু না বলে বের হয়ে যায়। আমরা তাকে খুঁজতে থাকি। এরপর বিকালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর খবর পাই।

স্থানীয় জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম জানান, দুপুর ৩টার কিছু পরে ওই তরুণীকে মুন্সিগঞ্জ স্টেশনে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা। এরপর বিকাল ৪টার দিকে রাজশাহী থেকে খুলনামুখী ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনটি মুন্সিগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা বন্যা ট্রেনের নিচে আকস্মিক ঝাঁপ দেয়। মুহুর্তের মধ্যেই ক্ষত বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্রী বন্যা।

খবর পেয়ে সন্ধ্যায় চুয়াডাঙ্গা জিআরপি পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদশী মুনসুর আলী জানান, অনেকটা চোখের সামনেই এমন বিভস্য ঘটনাটি ঘটলো। একেবারেই সিনেমার মত। দ্রুত আমরা ছুঁটে যেয়েও তাকে বাঁচাতে পারেনি। তিনি জানান, মৃত্যুর কারণ হিসাবে ওই স্কুলছাত্রীর কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিরকুটে লেখা রয়েছে আর কাউকে কখনো জ্বালাব না, কেউ আর আমাকে বকাও দিতে পারবে না। আমি এতিম, চলে গেলাম। এই চিঠিটি যখন পাবে তখন আমি এই পৃথিবীতে আর থাকব না।

তিনি জানান, পরিবারের সদস্যদের প্রতি অভিমান করে ওই তরুণী আতœহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।  

Bootstrap Image Preview