Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্বশুরের মৃত্যুতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জামাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview


বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ আযম খানের আকস্মিক মৃত্যুতে ওই পদে নতুন করে মনোনয়ন পেয়েছেন তার মেয়ের জামাই রফি নেওয়ান খাজ রবি।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানন্ডির কার্যালয় থেকে নেওয়ান খাজ রবিনের পক্ষে এই মনোনয়ন সংগ্রহ করেন বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি নিবারণ চন্দ্র। 

বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার কথা জানিয়ে বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী হতে হয়েছে।

এর আগে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ এইচ আযম খানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আযম খান গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দলের জেলা কমিটির সদস্যও ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা পরিষদেরও সদস্য ছিলেন।

স্বজনরা জানান, আযম খান মনোনয়নপত্র নিয়ে গত ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ট্রেনে বগুড়ার উদ্দেশে রওনা হন। পরের দিন সকাল ৭টার দিকে তিনি বগুড়া রেল স্টেশনে পৌঁছান। এরপর রিকশায় বাড়ি যাওয়ার পথে শহরের সাতমাথায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উল্লেখ আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে গাবতলী উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।  

Bootstrap Image Preview