Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদরপুর উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার উপজেলার ভাষানচর ইউনিয়নের গিয়াস উদ্দিন খান কলেজ কার্যালয়ে বেসরকারি একটি সংস্থার  উদ্যোগে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় কলেজ চত্ত্বরে কলেজের ম্যানিজিং কমিটির সভাপতি নাজমুল হাসান শাহজাহানের সভাপতিত্বে চক্ষু শিবিরের কার্যক্রম বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মোঃ আঃ বারেক বিশ্বাস,উপ-সচিব,রেলপথ মন্ত্রণালয়, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজিএম বাদল আমীন, ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সাবেক অধ্যক্ষ এ এইচ এম ইছহাক, কিকো ইন্টারন্যাশনাল ও ম্যাক্স ব্যাগ কোম্পানীর চেয়ারম্যান গিয়াস উদ্দিন খান ও ম্যাক্স গ্রপের চেয়ারম্যান কামরুল ইসলাম খান, সাবেক ইভিপি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মজিবর রহমান, অধ্যক্ষ মোঃ গোলাম কাওসার, সদস্য শিকদার হারুন অর রশীদ, মোঃ শহিদ মোল্যা, আবু জাফর হোসেন  প্রমুখ।

জানা গেছে, চক্ষু শিবিরে বিনামূল্যে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রাহাত আনোয়ার চৌধুরী। প্রত্যান্ত অঞ্চলের হতদরিদ্রসহ চক্ষু সমস্যা জনিত রোগীকে  বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা দেওয়া হয়েছে।

চিকিৎসা নিতে আসা আঃ ওহেদ জানান, আমরা গরীব মানুষ, টাকার অভাবে চোখ চিকিৎসা করাতে পারছিলাম না। এখানে এসেছি বিনামূল্যে চিকিৎসার জন্য।

আমেনা নামে আরেকজন জানান, দীর্ঘদিন একচোখে ছানি পড়েছে তাই চিকিৎসার জন্য এসেছি কারন আমার নিকট টাকা পয়সা নেই। 

Bootstrap Image Preview