Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ছাতকে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন 

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৯ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতকের জাউয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে মারধোর ও শ্লীলতাহীন করার প্রতিবাদে ও উত্ত্যক্তকারী বখাটে আব্দুর রউফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া ডিগ্রি কলেজের সামনে জাউয়া ডিগ্রি কলেজ, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, গনিপুর উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, আল মুনির জামেয়া ইসলামিয়া মাদ্রসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

সভায় বক্তরা বলেন, বখাটে আব্দুর রউফ এর আগেও স্কুল-কলেজের ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বখাটে আব্দুর রউফকে অভিলম্বে গেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।

প্রতিবাদ সভা চলাকালে ছাতক থানার ওসি আতিকুর রহমান ও জাউয়া পুলিশ দতন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব উপস্থিত হয়ে বখাটে আব্দুর রউফকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্থ করেন।

মানববন্ধন চলাকালে আওয়ামী লীগ নেতা আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সৈয়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, প্রভাষক নাজমুল হক, যুক্তরাজ্য প্রবাসী রহিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহিন মিয়া তালুকদার, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, আঙ্গুর মিয়া মেম্বার, অভিভাবক শশাংক দত্ত, রনজিত দত্ত, রাধিকা দত্ত, শাহজাহান হাবিব, শামীম আহমদ প্রমুখ।

উল্লেখ্য, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জাউয়া ডিগ্রি কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী গত বুধবার বিকেলে জাউয়াবাজার মসজিদের সামনে অটোরিক্সা থেকে নামার পর উদ্দেশ্যমূলকভাবে ভিকটিমকে ধাক্কা দেয়। এসময় ভিকটিম প্রতিবাদ করলে বখাটে আব্দুর রউফ ক্ষীপ্ত হয়ে তাকে মারধোরসহ তার শ্লীলতাহানী ঘটায়। 

Bootstrap Image Preview