Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাউজি বন্ধের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের আনন্দ মেলার নামে অশ্লীল নৃত্য এবং হাউজি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এলাকায় সচেতন সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুমতিবিহীন মেলার নামে এলাকায় র‌্যাফেল ড্র, যাত্রাপালায় অশ্লীল নৃত্য এবং হাউজি খেলা পরিচালনা করে এলাকার সাধারণ মানুষকে লুটে নেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বারবার বিষয়টি বলা সত্ত্বেও অজ্ঞাত কারণে মেলা বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা।

এ দিকে মেলার যাত্রাপালার মাইকের বিকট শব্দে চরম ভোগান্তিতে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। তাই মেলা দ্রুত বন্ধ করে এলাকায় সামাজিক অবক্ষয় রক্ষার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

মানববন্ধনে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাংবাদিক হারুন অর রশিদ, জুলফিকার আলী, রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য বক্তিরা বক্তব্য রাখেন।

অনতিবিলম্বে মেলা বন্ধ করা না হলে দীর্ঘ কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন মানববন্ধনের বক্তারা।

Bootstrap Image Preview