Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে ইউপি জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের এলজিএসপি-৩ এর প্রশিক্ষণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রিতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


মতলব উত্তরে লোকার গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, সচিব ও সদস্যদের ইউনিয়ন পরিষদ পরিচালনার দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এলজিএসপি-৩ এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। প্রশিক্ষণ পরিচালনা করেন ও বিভিন্ন বিষয়ে তুলে ধরেন এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর এসএম শাহরিয়ার রহমান।

প্রশিক্ষণে মতলব উত্তর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যগণ্য উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview