Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে বিরল প্রজাতির প্রাণী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


শেরপুরের এক বিরল প্রজাতির প্রাণী আটক করেছে গ্রামবাসী। তাৎক্ষনিকভাবে উপস্থিত কেউ ওই প্রাণীটির নাম বলতে পারেননি।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জেলার নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামের শুকুর আলীর বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে প্রাণীটিকে আটক করা হয়।

জানা যায়, প্রাণীটি দেখতে মুখের চোয়াল শিয়াল আকৃতির, শরীরের গঠন শিয়ালের চাইতে ছোট, লেজ লম্বা, লোম কালচে ধুসর রঙ্গের। প্রচন্ড শক্তিশালী। প্রাণীর কণ্ঠ গোখরা সাপের ফনা তোলার সময়ের শব্দের মত। প্রাণীটি এখনো কালিনগর গ্রামের শুকুর আলীর হেফাজতে রয়েছে। এলাকাবাসী জানান, এই ধরনের প্রাণী এর আগে কেউ দেখেননি। প্রাণীটিকে মঙ্গলবার শুকুর আলীর বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে আটক করে তারা।

বাড়ির মালিক শুকুর আলী জানান, এই বিরল প্রাণীটি বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গাছে অবস্থান করছিল। পরে লোকজন দেখে ধাওয়া দিলে এই প্রাণীটি ঘরে ঢুকে পড়ে। পরে জাল দিয়ে প্রাণীটিকে আটক করে খাচায় বন্দি করা হয়।

তিনি আরো বলেন, প্রাণীটিকে মধুটিলা ইকোপার্কের চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হবে। আর এই প্রাণীটি শুধু কবুতরের কিছু মাংস খেয়েছিল আর অন্য কিছুই খায়নি।

মধুটিলা ইকোপার্ক বনবিট কর্মকর্তা আব্দুর রউফ জানান, আটককৃত ওই প্রাণীটিকে এখানো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে আমরা কিছুই জানি না।

Bootstrap Image Preview