Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইজতেমা উপলক্ষ্যে চলবে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন ১৫-১৮ ফেব্রুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমাই আগত মুসুল্লীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে এ ট্রেন সেবা চালু করা হবে। এছাড়া বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। তবে ইজতেমা উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বুধবার(১৩ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। প্রথম দু’দিন অর্থাৎ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তাবলীগের মুরব্বী মাওলানা মো. যুবায়েরের তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী দু’দিন ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালিত হবে সৈয়দ ওয়াসিফুল ইসলামের তত্ত্বাবধানে। তবে প্রশাসন দুই পক্ষের সাথেই সমন্বয় করে শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখেরী মোনাজাতের আগে ও আখেরী মোনাজাতের দিন (১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি)
ঢাকা-টঙ্গী-ঢাকা: জুম্মা স্পেশাল (১৫ ফেব্রুয়ারি) ১৬ ফেব্রুয়ারি প্রথম দফা মোনাজাতে, মোনাজাত স্পেশাল ১,২,৩,৪ নামে ৪টি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এবং ১৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফায় আখেরী মোনাজাতের দিন। ঢাকা-টঙ্গী -৮ টি। টঙ্গী-ঢাকা -৮ টি। টঙ্গী-লাকসাম-১ টি। টঙ্গী-আখাউড়া- ১ টি। টঙ্গী-ময়মনসিংহ- ৪টি। টঙ্গী-ময়মনসিংহ- ৪টি। টঙ্গী-টাঙ্গাইল -২টি ট্রেন চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১২ ফেব্রুয়ারি হইতে ওল্ড আওয়ারর্স এর পর ১৯ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে ২ (দুই) মিনিট করে থামবে। এছাড়া ১৮ তারিখের আখেরী মোনাজাতের দিন সকল আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন সমূহ (আপ ও ডাউন) টঙ্গী স্টেশন ২ মিনিট করিয়া থামবে।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে মুসল্লীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

Bootstrap Image Preview