Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বসন্ত তুমি যখন এলে !

গোলাম মোস্তফাঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪১ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


বসন্ত তুমি যখন এলে!

মো: গোলাম মোস্তফা (দুঃখু)


বসন্ত কেন এলে দক্ষিণা হাওয়া নিয়ে ?

ফুলের পাতা যে পুড়ে গেছে ,

মন ব্যাথার তাপে ।

 

বসন্ত তুমি যখন এলে !

গৃহের মালিক পর করেছে ,

কমল হৃদয় আয়না কে ।

 

অন্তর বলে বসন্ত এসে গেছে ,

তোমার আসার খবর নিয়ে ।

 

গাছে গাছে বসন্তের হাওয়া

পাখির হৃদয় বাগানে বসন্তের বায়না ।

 

মধ্যরাতে মৃত দেহ নিয়ে শুয়ে আছি !

বসন্ত এসেছে গেছে এরি মাঝে ।

 

সাদা কাগজ রয়ে গেলো !

ভাবনায় মন এখনো পরে রইলো

বসন্ত এসে গেছে আগমনের বার্তা নিয়ে  ।

 

সকাল হবে বসন্ত মনে ।

তুমি কি এখনো !

মনে রেখেছো বসন্তময় আকাশ ।

 

ফুলের রঙ যখন ,

তোমার হাসির মাঝে প্রাণ পায় ।

 

বসন্ত তখন বলে দেয় ,

এমনি সুখের হাসি দেখিতে এসেছিলাম ।

Bootstrap Image Preview