Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজশাহীতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুরিশ। নিহত মতিউর রহমানের (৪০) বাড়ি গোদাগাড়ীর মাদারপুর রেলবাজার মহল্লায়।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দ্বিগ্রাম এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

পুলিশের দাবি, মতিউর রহমান একজন মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিতি আছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়েই সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের বুক ও কপালে গুলির ক্ষত দেখতে পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, কে বা কারা মতিউর রহমানকে হত্যা করেছে, সে ব্যাপারে তাঁরা এখনও সঠিকভাবে নিশ্চিত নন। বিষয়টি নিয়ে এতমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ওসি বলেন, মতিউর রহমানের নামে ২০০৬ সালে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। তাঁর নামে মাদক সংক্রান্ত কোনো মামলা নেই। তবে এলাকায় জনশ্রুতি আছে যে তিনি একজন মাদক ব্যবসায়ী। সেই হিসেবে তাঁকে মাদক ব্যবসায়ী হিসাবে ধারণা করা হচ্ছে। দুই দল মাদক ব্যবসায়ীর দ্বন্দ্বের জের হিসেবে তিনি খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview