Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পলিথিন বোঝাই ট্রাক জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাক আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা শহরের নিয়ামতপুর পানি উন্নয়ন বোর্ড মোড় থেকে ওই পলিথিন বোঝাই ট্রাক আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সব পলিথিন জব্দসহ ট্রাক চালকের ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের দণ্ডাদেশ দেওয়া প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকার বাবুবাজার থেকে ছেড়ে প্রায় সাড়ে ৫ হাজার কেজি ওজনের ১৬১ বস্তা পলিথিন নিয়ে নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট এজেন্সীর একটি ট্রাক (নম্বর: ঢাকামেট্টো-ট-১৩-২৭৮৬) দিনাজপুরে যাচ্ছিল। ট্রাকটিতে চালক ছিলেন শফিকুল ইসলাম (৩৫) ও হেলপার মশিউর রহমান (২৮)। দুুপুরে পলিথিন বোঝাই ট্রাকটি নীলফামারীর সৈয়দপুর শহরের উল্লেখিত এলাকায় পৌঁছে। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ট্রাকটিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে ট্রাকের চালকের ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া ওই সব পলিথিন জব্দের নির্দেশ দেন আদালত। বর্তমানে ট্রাকসহ পলিথিন সৈয়দপুর থানা হেফাজতে রয়েছে।

Bootstrap Image Preview