Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে বঙ্গবন্ধুকে অবমাননা, ঢাকাস্থ হাই কমিশনারকে জরুরী তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করায় ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করা হয়েছে। এর প্রতিবাদে এবং বিষয়টি কী তা জানার জন্য ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে ডাকা হয়েছিল।

তিনি বলেন, এদিন কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পাশাপাশি লিখিত একটি প্রতিবাদপত্রও দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview