Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুরে আ’লীগ প্রার্থীসহ ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


প্রথম ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ ও বিএনপির তিন স্বতন্ত্র প্রার্থীসহ চার জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মনজুরুল হকের নিকট তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে জুনাব আলী সুনামগঞ্জ জেলা সদরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউল আলমের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি (বিএনপি), সাবেক ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন (আ’লীগ), আলমগীর খোকন (আ’লীগ), মিলন কুমার তালুকদার (আ’লীগ), রহমত আলী (আ’লীগ) ও আবদুল বারেক তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ড. সেলিনা আক্তার (আ’লীগ), রেবা আক্তার (আ’লীগ) হেনা আক্তার (আ’লীগ), বিউটি রাণী সরকার (আ’লীগ), খালেদা আক্তারসহ পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

Bootstrap Image Preview