Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষকের স্কেলের আঘাতে চোখ হারাতে বসেছে সানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


শিশুশিক্ষার্থীকে স্কেল দিয়ে পিটিয়ে চোখে আঘাত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর মহানগরীর আরকে রোড দর্শনা মোড় এলাকার নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী আদনান সানিকে স্কেল দিয়ে আঘাত করেন স্কুলটির সহকারী শিক্ষক সাগরিকা রায়। এতে শিশুটির ডান চোখ মারাত্মক জখম হয়।

এ অবস্থায় সানিকে স্থানীয় দ্বীপ আই কেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাতেই শিশুটিকে ঢাকায় স্থানান্তর করা হয় বলে জানায় পুলিশ।

শিশুটির মামা আশরাফুল ইসলাম শামীম জানান, সানির বাবা ব্যবসায়ী মকবুল হোসেন ও তার মা শিমু বেগম ঢাকায় বসবাস করেন। এ কারণে গত বছরের জুলাইয়ে সানিকে নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলের আবাসিক শাখায় ভর্তি করানো হয়। শনিবার আবাসিক শাখার শিক্ষিকা সাগরিকা রায় স্কেল দিয়ে মারার সময় সানির চোখে আঘাত লাগে। এতে শিশুটির ডান চোখের লেন্স মারাত্মক জখম হয়।

এ দিকে এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি অভিযোগ করেছেন শিশুটির বড় মামা রিয়াজুল ইসলাম সম্রাট। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষক সাগরিকা রায়কে আটক করেছে।

এ ব্যাপারে তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সাগরিকা রায়কে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview