Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে চুমকিকে গণসংবর্ধনা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM

bdmorning Image Preview


গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে টানা তৃতীয়বারের মত বিজয়ী হওয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি কে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় আ’লীগ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

তুমলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহের আফরোজ চুমকি এম.পি। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, সদস্য এ্যাড. মো. মাসুদুল আলম খান মাসুদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শর্মিলা রোজারিও প্রমুখ। এ সময় দুদকের সাবেক মহাপরিচালক শহিদুজ্জামান সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চুমকি বলেন, এদেশের মানুষের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি পূর্ণআস্থা রয়েছে। আর সেজন্যই তারা আ’লীগকে বারবার নির্বাচিত করে দেশ উন্নয়নের দায়িত্ব দেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষের বিশ্বাস আর ভালবাসাকে পুঁজি করে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, গত ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকার ভোটাররা ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত না করতো, তাহলে আমি সংসদ সদস্য হতে পারতাম না। তাই আজকের সংবর্ধনা আমার নয়, এ সংবর্ধনা আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদে জন্য। মানুষের জন্ম-মৃত্যু স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রতিটি মানুষ তার জীবদ্দশায় যদি জন কল্যাণে কাজ করে, তাহলে মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখে। তাই আমাদের উচিৎ নিজের অবস্থানে থেকে জন কল্যাণে কাজ করে যাওয়া।

Bootstrap Image Preview