Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিঙ্গারার ভেতর টিকটিকি, কামড়ানো সিঙ্গারা নিয়ে থানায় যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রাহ্মণবাজারের বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সিঙ্গারার ভেতর টিকটিকি পাওয়া গেছে। এ ঘটনায় রেস্টুরেন্টটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী রেস্টুরেন্টে সিঙ্গারা খেতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু সিঙ্গারায় কামড় দিতেই ভেতরে কিছু আছে বুঝতে পেরে মুখ থেকে বের করে ফেলেন। দেখেন সিঙ্গারার ভেতর টিকটিকি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে রেস্টুরেন্টের বাবুর্চি ওই যুবককে তুচ্ছতাচ্ছিল্য করেন। প্রতিবাদী যুবক কামড়ানো সিঙ্গারার অংশটুকু নিয়ে হাজির হন কুলাউড়া থানায়।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা ঘটনার বর্ণনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল লাইছ জানান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও খাবারের মধ্যে টিকটিকি পাওয়ায় ব্রাহ্মণবাজারের বৈশাখী রেস্টুরেন্টেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় হয়। পরে রেস্টুরেন্টের মালিক জরিমানার টাকা পরিশোধ করেন।

Bootstrap Image Preview