Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview


ধামরাইয়ে মাক্রোবাস ও ড্রাম ট্রাক সংঘর্ষে পলিকেবলে কর্মরত অফিসার মোঃ মোশারফ হোসেন (৪৭) নামে এক কর্মী ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হয় মাইক্রোবাসে থাকা আরও ৭জন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১২ টার দিকে মাইক্রোবাসটি মুন্সিগঞ্জে যাওয়ার পথে ধামরাই ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ পটুওয়াখালী জেলার বাউফল থানার বড়িপাশা গ্রামের মোঃ মোনায়েম গাজীর ছেলে।

আহতরা হলেন, ফরিদপুর জেলার ফরিদপুর থানার টেপাখোলা গ্রামের মৃত রাশেদ আলী ছেলে মোঃ সেলিম হোসেন (৩৬), পটুয়াখালী জেলার কতোয়ালী থানার পশ্চিম খাবাসপুর গ্রামের বারী হাওলাদারের ছেলে মোঃ ইলিয়াচ হাওলাদার ( ৫০), একই থানার বাইতুল গ্রামের মোঃ ইউছুবের ছেলে মোঃ জাহিদ হোসেন (৪৮), মোঃ রুবেল, মোঃ রাজ্জাক, ফজলুল হোসেনসহ আরও একজন যার নাম যানা যায়নি।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এ এস আই) মোঃ আজাদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২ টার সময় ফরিদপুর থেকে ৮ জনের একটি পলিকেবলের টিম মুন্সিগঞ্জ অফিসে যাওয়ার পথে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং মাক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই মোঃ মোশারফ হোসেন নামে এক কর্মী নিহত হয়। আহত হয় আরও ৭ জন। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

 

 

Bootstrap Image Preview