Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ সীমান্তে পৌনে ২ লাখ টাকা মূল্যের ৩৩১ বস্তা ভারতীয় কয়লা জব্দ 

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে দু'টি পৃথক অভিযানে বিনাশুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৩১ বস্তা কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কয়লার মূল্য পৌনে ২ লাখ টাকা।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) এ কয়লা জব্দ করা হয়।

এবিষয়ে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, জেলার তাহিরপুরের টেকেরঘাট সীমান্তের ওপার থেকে বিনাশুল্কে চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা ওই দু'টি কয়লার চালান বিজিবির টহল দল জব্দ করেছে।

বিজিবির তাহিরপুরের টেকেরঘাট ও বালিয়াঘাট বিওপির বিজিবি সদস্যদের যৌথ অভিযানে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে সীমান্তের মেইন পিলার ১১৯৮ এর ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের কবরস্থান এলাকা ও পাহাড়ি ছড়া থেকে ২৪৩ বস্তা (৮৮২০ কেজি) ভারতীয় চোরাই কয়লা জব্দ করেছে। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার ৬৬০টাকা।

অপরদিকে, বিজিবির বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে সীমান্তনদী পাটলাই'র তীরবর্তী তেলিগাঁও এলাকা থেকে ৯০ বস্তা (৩৩০০ কেজি) চোরাই কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ৪২ হাজার ৯২০ টাকা।

শুক্রবার বিকেলে জব্দকৃত কয়লা সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়েছে বলেন জানান, বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক।

 

Bootstrap Image Preview