Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছিমার মতবিনিময়

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি  
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৭ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার তিতাসে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোসাঃ নাছিমা আক্তার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ফেব্রুয়ারি) তার নিজ বাসবভনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বলরামপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের  সাবেক মেম্বার মোঃ মঙ্গল মিয়ার সভাপতিত্বে, এ মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রার্থীর স্বামী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন, প্রার্থীর বড় ভাই মান্নাফ মিয়া ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম এবং অন্যন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় আ’লীগ নেতা হযরত আলী, শ্বশুর মোস্তফা বেপারী ও মোঃ শাহআলমসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।

এ মতবিনিময় সভায় নাছিমা আক্তার বলেন, আমি ১৯৯৫ সাল থেকেই হোমনা কলেজে অধ্যায়নরত অবস্থায় থাকাকালীনই ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত এবং আমার স্বামী নাজমুল হাসান কিরণ দীর্ঘ ২০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন এবং বর্তমানে তিনি উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তাই আমি আওয়ামী লীগের মনোনয়ন পাবো বলে শতভাগ আশাবাদী। এ দিকে প্রার্থী মোসা. নাছিমা আক্তার উপজেলা কালাইগোবিন্দপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে।

মতবিনিময় সভায় তিনি বলেন, বিগত সময়ে ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও তাদের কেউ জনগণের কোন খোঁজ খবরও রাখেনি এবং ঢাকায় বসবাস করত। আমি নির্বাচিত হলে সার্বক্ষণিক এলাকায় থাকবো এবং জনগণের সুখে-দুঃখে পাশে থাকবো।

এ সময় তিনি আরো অঙ্গীকার করে বলেন, আমি নারীর ক্ষমতায়নে এবং সামাজিক অবক্ষয় রোধে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসাধারণকে সাথে নিয়ে কার্যকরী ভূমিকা রাখবো এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২১৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।

Bootstrap Image Preview