Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, আগষ্ট ২০১৯ | ৫ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারের ভয়ঙ্কর চার বিদ্রোহী গ্রুপ বন্ধ করল ফেসবুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


স্বাধীনতার দাবিতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত থাকা আরকান আর্মি’, ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি’, ‘কাচিন ইনডিপেনডেন্টস আর্মি’ ও ‘ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি’ নামের চারটি সংগঠন ফেসবুকের চোখে ভয়ঙ্কর। তাই ফেসবুকে এসব গ্রুপকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। একই সাথে মিয়ানমার সশস্ত্র বাহিনীর নাম দিয়ে খোলা বেশ কয়েকটি ভুয়া পেইজ ও গ্রুপও বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

বন্ধ হওয়া গ্রুপগুলোর মধ্যে আছে দ্য আরাকান আর্মি, দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, কাচিন ইন্ডেপেন্ডেট আর্মি এবং টায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির নামে পরিচালিত গ্রুপ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়, এসব গ্রুপ বন্ধ ও স্থগিত করার পাশাপাশি এসব গ্রুপের ‘প্রশংসাকারী, সমর্থক এবং প্রতিনিধি’দের আইডি, পেইজ বা গ্রুপও বন্ধ করে দেবে ফেসবুক। আরও জানানো হয়, অফলাইন ভিত্তিক ক্ষতি রুখে দিতে ফেসবুক তার প্ল্যাটফর্মে এমন ব্যক্তি বা সংস্থার উপস্থিতির অনুমোদন দিতে পারে না যারা সাংঘর্ষিক কর্মকান্ড বা লক্ষ্যের সাথে জড়িত। বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং মিয়ানমারে সাংঘর্ষিক ঘটনার সাথে এসব গোষ্ঠীর জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ আছে। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তুলুক; এমনটা আমরা হতে দিতে পারি না।

Bootstrap Image Preview