Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ হাতে ২০ হাজার মানুষকে খাওয়ালেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৩ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার বাবা ফয়জার রহমান ও মা হামিদুন নেছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার সকালে নিজ এলাকা গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, সাঘাটা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজনীন আক্তার, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, উপজেলা যুব লীগের সভাপতি সম্পাদক হারুনুর রশিদ হিরু সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দশম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় সংসদেও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলে রাব্বী মিয়া।

Bootstrap Image Preview