Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইজিবাইক বন্ধের দাবিতে সড়ক অবরোধ করল মোটরমালিক ও শ্রমিকরা

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুরে পূর্ব ঘোষণা ছাড়াই মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করেছে মোটরমালিক ও শ্রমিকরা। আকস্মিক অবরোধে সড়কে বের হওয়া পথচারীসহ বিভিন্ন যানবাহন বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় আটকা পড়ে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত তারা সড়ক অবরধ করে রাখে।

মহাসড়কে ইজিবাইক (অটো) চলাচল বন্ধের দাবিতে নীলফামারী জেলামটর মালিক ও শ্রমিকরা যৌথভাবে সৈয়দপুর-রংপুর, সৈয়দপুর-দিনাজপুর, সৈয়দপুর-পার্বতীপুর ও সৈয়দপুর-নীলফামারী সড়কসহ শহরের ক্যান্টনমেন্ট রোড, শেরে বাংলা (সিনেমা) সড়ক, শহীদ ডা. জিকরুল হক রোড, বঙ্গবন্ধু (রংপুর) সড়ক ও তুলশীরাম (দিনাজপুর রোড) সড়কের বাস টার্মিনাল, ওয়াপদা মোড়, রাবেয়া মোড় ও শহরের প্রাণ কেন্দ্র পাঁচমাথা মোড় সংলগ্ন ১নং রেলঘুমটিতে (যা শহরে শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্রগুলোতে যাতায়াতের প্রধান সড়ক) এলোপাথারী পিকআপ ও ট্রাক দাড় করিয়ে রেখে ১ ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে। এতে পুরো সৈয়দপুর শহর অবরুদ্ধ হয়ে পড়ে।

এর ফলে ওইসব সড়ক ও মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ায় চরম যানজটের সৃষ্টি হয়। সে সাথে ভোগান্তিতে পড়ে যাত্রী, পথচারীসহ সাধারণ মানুষ।

মোটরশ্রমিক ইউনিয়নের কয়েকজন সদস্য জানান, মহাসড়কে ইজিবাইক, নছিমন, করিমন, মহিন্দ্রাসহ ছোট ছোট যানবাহন চলাচল করায় দুর্ঘটনা বাড়ছে। সরকার মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ করেছে। এ ছাড়াও এসব যানবাহনের কারণে বাসে যাত্রী মিলছে না। মালিক শ্রমিকরা আর্থীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া শহরের ১নং রেলঘুমটিতে উপস্থিত হয়ে মোটরশ্রমিক ও মালিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়ায় মোটরমালিক ও শ্রমিকরা তাৎক্ষণিক অবরোধ তুলে নেয়।

Bootstrap Image Preview