Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় মৎস্যজীবী দলনেতা আমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার জেলা মৎস্যজীবী দলনেতা আমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।  

লিখিত বক্তব্যে ইসমত আরা বলেন, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে দলের দুই পক্ষের সংঘর্ষের জেরে জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান নিহত হন। এ ঘটনায় ৮৯ জনকে আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ ৫৪ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়। ঘটনার পর তেকে আসামিরা মামলাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টাও করে।

আমান কন্যা নিশাত তাছনীন প্রশ্ন তুলে বলেন, আর কতকাল দেরি করলে আমার বাবার হত্যার বিচার পাবো আমরা। 
আসামিরা এখন আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এমনকি যারা মামলার সাক্ষী হয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

এসব অভিযোগ নিয়ে আমরা প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেছি। প্রধানমন্ত্রী তাদের তারা সাক্ষাত করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

এসময় নিহত আমানুল্লাহ আমানের দাদী ফাতেমা খাতুন, চাচা আবদুল কাদেরসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

 


 

Bootstrap Image Preview