Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই এনজিও কর্মীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজন এনজিও কর্মীর। এই ঘটনায় ঘটনাস্থলেই পরেশ মারা যান, জিয়নকে সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে মহাসড়কের উনত্রিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তেয়ারীগাঁও গ্রামের পরেশ বর্মন (৫২) ও ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ মহল্লার মাহফিজার রহমান জিয়ন (৪৮)। দুজনই ইএসডি নামে একটি উন্নয়ন সংস্থার কর্মী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে তারা দুজন মোটর সাইকেলযোগে নতুন কর্মস্থল দিনাজপুরের পার্বতীপুরে যাচ্ছিলেন।

উনত্রিশ মাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দুটি ট্রাক নিজেদের ওভারটেক করার সময় পরেশ ও জিয়নকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পরেশ মারা যান, জিয়নকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

এব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, পালিয়ে যাওয়া ট্রাক দুটিকে খোঁজা হচ্ছে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview