Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী কারাগারে

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:৫৯ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জের নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হলেন জামায়াত নেতা আব্দুস সালাম (৪৮), ইছাহাক আলী (৪৫), হারেস আলী (৪২), মকবুল হোসেন (৪০), মাহবুবুর রহমান (৩৫), জাফর আলী (৪০), জিয়াবুদ্দিন (৩৮), কোরবান আলী (৪২) এবং শিবির নেতা ফয়সাল হাবিব (৩০), জোনায়েদ আহমেদ (২৮), গোলাম রসুল (২৭) ও সাফিউল আলম (২৬)।

দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক রবিউল আলম জানান, বুধবার দুপুর দেড়টায় জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঁইয়ার আদালতে জেলার নবাবগঞ্জ উপজেলার নাশকতা মামলার পলাতক ১২ জামায়াত-শিবির নেতাকর্মী আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন শুনানির পর তাদের জামিন নামঞ্জুর করে সকলকে জেল হাজতে প্রেরণ করেন। পরে তাদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জানুয়ারি রাত ৮টায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে ১টি ধান বোঝাই ট্রাকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। এতে করে ট্রাকে থাকা ১৬০ বস্তা ধান ও ট্রাকের যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।

পরদিন সকালে ট্রাকচালক আহসান আলী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা দীর্ঘ সময় তদন্ত করে জামায়াত-শিবির ও বিএনপির ৪২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Bootstrap Image Preview