Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাফর ইকবালকে বাঁচানো সেই হাবিবুর পাচ্ছেন পদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার সময় তাকে রক্ষায় এগিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা (এসআই) হাবিবুর রহমান প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক পাচ্ছেন ।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে প্রেসিডেন্ট পুলিশ মডেল (পিপিএম) পদক দেওয়া হচ্ছে।

হাবিবুর রহমান বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবিবুর রহমানের হাতে পদক তুলে দেবেন।

পদকপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে এসআই হাবিবুর রহমান বলেন, আমাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক 'পিপিএম-সাহসিকতা' পদকে মনোনীত করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাশাপাশি আমাকে কাজ করার সুযোগ দেয়ায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার বরকত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুর রহমান, জগন্নাথপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীসহ আমার সকল সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

প্রসঙ্গত, গত বছরের ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর ছুরি দিয়ে হামলা চালায় ফয়জুর হাসান নামের এক বহিরাগত। ওই সময় জাফর ইকবালকে বাঁচাতে হাবিবুর রহমানসহ শিক্ষার্থীরা এগিয়ে এলে প্রাণে বেঁচে যান দেশের প্রখ্যাত এ লেখক।

‘মাত্র ১০ টাকায় চা-শিঙাড়া-চপ-সমুচা’ ঢাবি উপাচার্যের সেই ভিডিও ভাইরাল

‘দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারলে গিনেস বুকে রেকর্ড হবে’।

ঢাবি উপাচার্যের দেয়া এমন বক্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও ফেসবুকে শেয়ার করে মন্তব্য করেছেন অনেকে।

রবিবার টিএসসি মিলনায়তনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এই বক্তব্য দেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

ঢাবি উপাচার্য বলেন, তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা। বাংলাদেশে এটা পাওয়া যায়। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে এটা গিনেস বুকে রেকর্ড হবে।’

তিনি আরও বলেন, ‘দশ টাকায় গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়। অথচ দশ টাকায় এক চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।’

বাংলাদেশ রাষ্ট্র গঠনে ঢাবির অবদানের কথাও স্মরণ করেন উপাচার্য। বিষয়টি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গর্ব করার মতো বলেও উল্লেখ করেন তিনি।

আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো নয়। এটি এমন এক বিশ্ববিদ্যালয় যেটি একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু এ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ছিলেন। এসব বিষয় নিয়ে তোমরা গর্ব করতে পারো।

Bootstrap Image Preview