Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফেনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাতের নাম শহিদুল ইসলাম বাবুল (৪৫)। নিহত শহিদুল সদর উপজেলার পাছগাছিয়া ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। 

সোমবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ধর্মপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছে ডাকাতদের ধরার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজন মাটিতে পড়ে থাকে। পুলিশ তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

Bootstrap Image Preview