Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ বাসায় ঘুমন্ত যুবলীগ নেতাকে ছাদে নিয়ে গিয়ে গুলি, পুলিশের ‘না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যানসেলকে ঘুমন্ত অবস্থায় বাসার ছাদে নিয়ে গিয়ে তার পায়ে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি দু'পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগ নেতা।

গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের ষষ্ঠীতলা পাড়ায় এ ঘটনা ঘটে। তার বাম পায়ে গুলি করা হয়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের ষষ্ঠীতলা পাড়ায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ম্যানসেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ম্যানসেলের বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক হত্যাসহ ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে গুলিবিদ্ধ ম্যানসেলের বাবা মোহাম্মদ আলমাসের জানান, রাত আড়াইটার দিকে সাদা পোশাকে পুলিশ বাড়ি ঘিরে ফেলে। ম্যানসেল তখন বাসায় ঘুমিয়ে ছিলেন। তারা ঘরে ঢুকে ম্যানসেলকে ছাদে নিয়ে যায়। এরপর গুলির শব্দ শুনেছি। তবে আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়া হয়েছিল।

পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি ম্যানসেল গুলিবিদ্ধ জখম।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু জানান, কিছুদিন আগে ‘স্ট্রোক’ করার পর থেকে ম্যানসেলের শরীরের ডানপাশ প্রায় অবশ। এরপর থেকে তিনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন। গতকাল রাতে মুখবাধা কয়েকজনকে নিয়ে পুলিশ ম্যানসেলের বাসায় হামলা চালায়।তার পায়ে গুলি চালায়।

Bootstrap Image Preview