Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে তালা ভেঙ্গে সাবেক ইউপি'র বাড়িতে চুরি 

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের ডাক বাংলাপাড়ার বঙ্গবন্ধু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জালালপুর ইউপির সাবেক চেয়ারম্যান বজলুর রশিদের ভাড়া বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে তালা ভেঙ্গে এ চুরির ঘটনাটি ঘটে। অধ্যক্ষ বজলুর রশিদ ডাক বাংলাপাড়া গ্রামের প্রফেসর আব্দুল আজিজের বাড়ির নিচতলা বাসার ভাড়াটিয়া বলে জানা গেছে।

অধ্যক্ষ বজলুর রশিদ জানান, আমার স্ত্রী একজন শিক্ষিকা সকাল ৯ টার দিকে বাসায় তালা দিয়ে প্রতিদিনের ন্যায় সেও আমার কন্যা তাদের স্কুলে চলে যায়। এ সময় আমিও আমার কাজে বাইরে চলে যাই। দুপুরে আমি বাসায় ফিরে দেখি সদর দরজার তালা ভাঙ্গা। দৌড়ে ঘরে ঢুকে দেখি আলমারী,ওয়ারড্রব ভাঙ্গা। জিনিসপত্র সব ছড়ানো ছিটানো ও এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি আরো বলেন, ঘটনার পর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তার ঘরের আলমারী ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।

তিনি চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাজা গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Bootstrap Image Preview