Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাধবপুরে দুই বোনের উপর এসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ঘুমন্ত অবস্থায় দুই বোনের ওপর এসিড নিপেক্ষের ঘটনায় সাবেক স্বামী মমিনুল মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জনের নামে একটি মামলা হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে এসিড আক্রান্তের স্বীকার দুই বোনের ভাই সৈয়দ মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় এ মামলাটি করেন।

মামলায় উল্লেখ করা হয়, এক বছর আগে পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার শায়েক গ্রামের ছায়েব আলীর ছেলে মমিনুল মিয়ার সঙ্গে মাধবপুর উপজেলার প্রবাসি একলাছ মিয়ার কন্যা হাবিবার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী মমিনুল মিয়া হাবিবার ওপর অমানসিক অত্যাচার নির্যাতন করত।

এ কারণে হাবিবা অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পেতে গত ১১ জানুয়ারি হবিগঞ্জ নোটারী পাবলিকের মাধ্যমে মমিনুল মিয়াকে ডির্ভোস দেয়। এতে মমিনুল মিয়া ক্ষীপ্ত হয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ঘরের গ্রিল ভেঙ্গে ঘুমন্ত অবস্থায় হাবিবার ওপর এসিড ছুরে মারে এতে হাবিবার মুখমন্ডলের ৭০ শতাংশ ঝলসে গেছে। হাবিবার পাশে ঘুমিয়ে থাকা চাচাত বোন পঞ্চম শ্রেনীে ছাত্রী আয়েশা আক্তারও এসিডে আক্রান্ত হয়।

মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন (মামলার তদন্তকারী কর্মকর্তা) জানান, এসিড নিক্ষেপের ঘটনায় হাবিবা ও আয়েশার ভাই সৈয়দ মিয়া বাদি হয়ে হাবিবার সাবেক স্বামী মমিনূলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন। 

Bootstrap Image Preview