Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাঠের কফিনে পরিবারের কাছে ফিরলেন তাঁরা

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


সকালে শিমুলবাড়ি ও মীরগঞ্জ এলাকায় লাশ নিয়ে আসা হয়। পরে একে একে সকলেই তাদের স্বজনদের মরদেহ বুঝে পান।পাশাপাশি দুই ইউনিয়নের ১৩টি তাজা প্রাণ এভাবে শেষ হয়ে যাবে তা মেনে নিতে পারছেন না কেউ। হতদরিদ্র পরিবারগুলোর উপার্জনকারী ব্যক্তি ছিলেন তারা।

গতকাল শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামক ইট ভাটায় ইট ভাটার জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ভাটার লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই এ ১২ শ্রমিকের মৃত্যু হয়।

আজ শনিবার এ ১২ শ্রমিকের মরদেহগুলো নিয়ে আসা হয় তাদের গ্রামের বাড়ী নীলফামারীর জলঢাকা উপজেলায়। সকালে একে একে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু করেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এর আগে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি কর্নময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরদেহগুলো রাখা হয়। 

মরদেহের বাকি কাজগুলো নিজ-নিজ ধর্মের নিয়ম অনুযায়ী আজই সম্পন্ন করবেন বলে জানান নিহতের স্বজনরা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজা উদ দৌলা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুভাশিষ চাকমা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়, শিমুবাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল হক, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুকুম আলীসহ এলাকাবাসী।

এলাকাবাসী জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, সরকার নিহতদের পরিবারের পাশে যেনো দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন এবং এমনভাবে যেনো তাদের সাহায্য করা হয় যাতে করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা ফিরে পান।

জানা যায়, এসময় প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ১টি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার(২৫শে জানয়ারি) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে ইট ভাটায় কয়লা বোঝাই ট্রাকচাপায় নিহত হন ১৩ জন শ্রমিক। 

Bootstrap Image Preview