Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জের দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেল দুইবোন 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের মাধবপুরে ঘুমন্ত অবস্থায় দু'বোনের উপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের নিক্ষেপ করা এসিডে ঝলসে গেছে ওই দুই বোনের শরীর।  

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত প্রায় ৩টার দিকে ঘরের গ্রীল ভেঙ্গে ঘুমন্ত দু'বোনের উপর এসিড ছুড়ে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার কলেজ পড়ুয়া হাবিবা আক্তার প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে তাদের কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে কে বা কারা ঘরের গ্রীল ভেঙ্গে তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। দুর্বৃত্তের ছোড়া এসিডে হাবিবা আক্তার (২০) এর সমস্ত মুখ ঝলসে যায়।

এ সময় হাবিবার পাশে ঘুমিয়ে থাকা তার ছোট বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার (১০) এর গায়েও এসিড পড়লে তার হাতও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ওই সময় তাদের আত্মচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষনিক পরিবারের লোকজন দু'বোনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জরুরী বিভাগে কর্মরত ডাঃ সাইফুর রহমান সোহাগ জানান, দু'বোনই এসিডে আক্রান্ত হয়েছেন। দু'বোনের এর মধ্যে বড় বোন হাবিবা আক্তারের মুখের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। এছাড়াও ছোট বোন আয়েশার শরীরের বিভিন্নস্থানে এসিড পড়েছে। দু-জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে করা হয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি তদন্ত করতে পুলিশের একটি বিশেষ টিম দল অভিযান শুরু করেছে।  

Bootstrap Image Preview