Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপরিষ্কার দাঁত স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


ভারতসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্রেন স্ট্রোকে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতি বছর বিশ্বের প্রায় ২ কোটি মানুষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। স্নায়ু বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের স্বাভাবিক রক্ত সঞ্চালন কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে ব্রেইন স্ট্রোক হয়। চিকিৎসকের মতে, জীবনযাত্রায় কয়েকটি পরিবর্তনের মাধ্যমে সহজেই ব্রেন স্ট্রোকের ঝুঁকি এড়ানো সম্ভব। কিন্তু জানেন, অপরিষ্কার দাঁত বা মাড়িতে দীর্ঘদিনের কোনো সমস্যা থাকলে সেটা ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়? সাম্প্রতিক একটি গবেষণায় সামনে এসেছে এই তথ্য।

সম্প্রতি জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেন, দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের ফাঁকে যে ব্যাকটেরিয়া জন্মায়, সেই ব্যাকটেরিয়ার প্রভাবে স্ট্রোকের ঝুঁকিও অনেকটাই বেড়ে যেতে পারে। এর স্বপক্ষে গবেষকদের ব্যাখ্যা হল, অপরিষ্কার দাঁতের ফাঁকে জন্মানো এই ব্যাকটেরিয়া মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। ফলে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। ৫০ থেকে ৬০ বছর বয়সী প্রায় ৩৫৮ জনের উপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

এই জাপানি গবেষকদলের সঙ্গে এক মত মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপকরাও। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক রবার্ট এইচ স্মার্লিং-এর মতে, শুধু স্ট্রোক নয়, অপরিষ্কার দাঁত বা মাড়ির অসুখ হৃদরোগের আশঙ্কাও বহুগুণ বাড়িয়ে দেয়। অধ্যাপক স্মার্লিং জানান, প্রায় ৬৫ হাজার হৃদরোগে আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণের পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

সুতরাং, দাঁত পরিষ্কার রেখে, মাড়ির সুস্থতা বজায় রেখে এড়িয়ে চলুন প্রাণঘাতী ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি।

Bootstrap Image Preview