Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সরকারপন্থীদের নিরঙ্কুশ জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০২:২২ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬টি পদে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। হাসান ফেরদৌস জুয়েল ও মোহসীন মিয়া প্যানেলের নিরুঙ্কুশ বিজয়ের বিপরীতে সদস্য পদে বিএনপির একজন জয়লাভ করেছেন।

জয়ীরা হলেন, সভাপতি হিসেবে হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মোহসীন মিয়া। এ ছাড়া আহাম্মদ ভূইয়া (সিনিয়র সহ-সভাপতি), বিদ্যুৎ কুমার সাহা (সহ-সভাপতি), মো. মাহাববুর রহমান (যুগ্ম-সাধারণ সম্পাদক), আব্দুর রউফ মোল্লা (কোষাধ্যক্ষ), মো. মনিরুজ্জামান কাজল (আপ্যায়ন সম্পাদক), সুবাস বিশ্বাস (লাইব্রেরি সম্পাদক), মাসুদ রানা (ক্রীড়া সম্পাদক), সাজ্জাদুল হক সুমন (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), রাশেদ ভূইয়া (সমাজসেবা সম্পাদক), স্বপন ভূইয়া (আইন ও মানবাধিকার সম্পাদক) নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়াও এই প্যানেলে কার্যকরী সদস্য হিসেবে নুসরাত জাহান তানিয়া, মশিউর রহমান, আব্দুল মান্নান ও হাসিবুর হাসান রনি এবং বিএনপির আহসান হাবিব জয়ী হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন সিনিয়র আইনজীবী আখতার হোসেন। এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মেরিনা আক্তার। বোর্ডের অপর সদস্যরা হলেন, আবদুর রহিম, আশরাফ ও সুখচাঁন বাবু। 

Bootstrap Image Preview