Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় গৃহবধূ অপহরণের ঘটনায় আটক ১

নুরনবী ইসলাম মানিক, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:২২ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় পিত্রালয়ে যাওয়ার পথে এক গৃহবধূ অপহরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার রাতেই অপহৃত গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় অপহরণের ঘটনার মুলহোতা রাকিবুল ইসলাম রনিকে গ্রফতার করে।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামের রিপন ইসলামের স্ত্রী রেহানা আক্তার মনি (২০) স্বামীর বাড়ি হতে ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের পূর্বছাতনাই গ্রামে পিতা তহিদুল ইসলামের বাড়িতে অটোবাইকযোগে যাওয়ার পথে সন্তুর মোড় নামক এলাকায় ছাতনাই বালাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রনি (২৫) সহ তিনজন ওই অটোবাইকের গতিরোধ করে রেহানা আক্তার মনিকে অপহরণ করে নিয়ে যায়। 

এ ব্যাপারে রাতেই রেহানার পিত্রালয়ের লোকজন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানকে অপহরণ ঘটনার বিষয় জানালে তিনি ডিমলা থানায় অবহিত করেন। পরে ডিমলা থানার এসআই উজ্জল সাহ অভিযান চালিয়ে রাতেই অপহৃত রেহানা আক্তার মনিকে উদ্ধার করেন।

এ সময় অপহরণের ঘটনার মুলহোতা রাকিবুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। 

এ ব্যাপারে অপহৃতার চাচা আব্দুল মালেক বাদী হয়ে ডিমলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Bootstrap Image Preview