Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ৭০০ গ্রাম সোনার বার আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অভিযান চালিয়ে ভারতে পাচার হওয়ার সময় ৭০০ গ্রাম ওজনের সোনার বার আটক করেছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই সোনা আটক করে বিজিবি। এসময় পাচারকারী মাথাভাঙ্গা নদীতে ঝাপ দিয়ে ভারতে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, ৬ বিজিবি কমান্ডার (পরিচালক) মোঃ ইমাম হাসানের সার্বিক তত্ত্বাবধানে হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্তর নেতৃত্ত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্গত সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৮০/১১-টি হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর সোলজার ঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় ব্যাগ হাতে একজন ব্যক্তিকে টহল দল চ্যালেঞ্জ করলে হাতের ব্যাগ ফেলে পাচারকারী দৌড়ে মাথাভাঙ্গা নদীতে ঝাপ দিয়ে ভারতে পালিয়ে যায়। তখন টহল দল ব্যাগটি তল্লাশী করে ৭০০ গ্রাম (৬০ ভরি) ওজনের উন্নতমানের ৬টি সোনার বার উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মোঃ ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ২৫ লাখ টাকা মূলের আটককৃত ৭০০ গ্রাম (৬০ ভরি) ওজনের উন্নতমানের ৬টি সোনার বার ট্রেজারীতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং পাচারকারীর নাম পরিচয় জানার জন্য বিজিবি কাজ করছে।

Bootstrap Image Preview