Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের ব্রিক ফিল্ড থেকে অপহৃত ১১ ভিকটিম উদ্ধার, আটক ২ 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:৩৭ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:৩৭ AM

bdmorning Image Preview


সিলেটের ওসমানীনগরে এনাম পীরের ব্রিক ফিল্ড থেকে অপহৃত ১১ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় অপহরণকারী চক্রের ২ সদস্যকেও আটক করা হয়।

সোমবার (২১ জানুয়ারি) রাত ১১ টায় সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজপুর এলাকাস্থ এনাম পীরের মালিকানাধীন মেসার্স হক ব্রিক ফিল্ডে জিম্মি অবস্থায় উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের ২ সদস্যকেও আটক করে র‍্যাব।

আটককৃত দু'জন হলো- চুনারুঘাট উপজেলাধীন শাটিয়াজুড়ি গ্রামের (বর্তমানে মেসার্স হক ব্রিক ফিল্ড) মো. ইসহাক মিয়ার ছেলে মো. আরজু মিয়া (৩২) ও ওসমানীনগর উপজেলাধীন পূর্ব রুকনপুর গ্রামের মৃত জাহিদ উল্লাহর ছেলে জয়নাল মিয়া (৫৫)। তবে ঘটনার মূল হোতা মেসার্স হক ব্রিক ফিল্ডের মালিক এনাম পীরকে আটক করতে পারেনি র‍্যাব।

র‍্যাবের অভিযানে জিম্মিদশা থেকে উদ্ধার ১১ জন হলেন, বাবুল মিয়া (২৮), মো. আক্তার হোসেন (২৭), মো. আবুল কালাম (২৯), আব্দুর রউফ (২৮), মো. আব্দুল হামিদ (৪২), মহররম আলী (১৮), আব্দুল হান্নান (৪০), মো. দেলোয়ার হোসেন (১২), সেলিম মিয়া (১৩), রমজান আলী (৬২), মো. রমজান আলী (৫৬)।

এ ব্যাপারে র‍্যাব-৯ এর সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস জানান, ১১ জন শ্রমিক (ভিকটিম) গত ৩ মাস আগে থেকে উক্ত ব্রিক ফিল্ডে কাজ করে। কিন্তু কাজের পারিশ্রমিক না দিয়ে ব্রিক ফিল্ডের মালিক এনাম পীরসহ সংশ্লিষ্টরা শ্রমিকদেরকে বর্বরোচিত কায়দায় রুমে জোরপূর্বকভাবে আটক রেখে অমানুসিক অত্যাচার করে এবং ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত দু'জনকে ওসমানীনগর থানার হস্তান্তর করেছে র‍্যাব-৯ এবং আটককৃত দু'জন ও এনাম পীরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview