Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে উপজেলা চেয়ারম্যানে নৌকার মনোনয়ন চান বাতেন সরকার

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে। ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে বাংলাদেশ নির্বাচন কমিশন আগাম ঘোষণা দিয়েছেন।

এমন আশ্বাস ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রাথীরা। সর্বশেষ ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল। সে নির্বাচনে দলীয় সমর্থন নিতে হয়েছিল প্রার্থীদের।

শ্রীপুরে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী তেলিহাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকার। যেহেতু এবারের নির্বাচন হবে দলীয় প্রতীকে, সেজন্য নিজের পক্ষে মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি আরো জানান, দীর্ঘ চল্লিশ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। ইউপি নির্বাচনে বিপুল ভোটে দুইবার তেলিহাটি ইউপি চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এলাকার একজন জনপ্রিয় ব্যাক্তি। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাও এতিম খানা, মন্দির, গির্জাসহ বিভিন্ন সামাজিক সংঘঠনকে আর্থিক সহযোগীতা করে আসছেন। তাকে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার পক্ষে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Bootstrap Image Preview