Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছুটে গিয়ে পুকুর ভরাট রুখে দিলেন এমপি দিদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এলাকায় পুকুর ভরাট হচ্ছে এরকম খবর পেয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটে দ্রুত ছুটে যান সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।

তিনি উপস্থিত লোকজনদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য বিনষ্টকারী পুকুর ভরাটের মত কাজ করা আইনত দণ্ডনীয়। এই কাজে সংশ্লিষ্টরা যতো প্রভাবশালী হোক না কেন, তা করতে দেওয়া হবে না।

এসময় তিনি পুকুর ভরাট কাজে সংশ্লিষ্টদের এরকম কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

সংসদ সদস্য বলেন, আইন সবার জন্য সমান, এক ও অভিন্ন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন তথা মানুষের জীবন যাত্রা মান উন্নয়নে কাজ করে চলেছেন। এই সরকার সর্বস্তরের জনগণের জন্যে কাজ করে যাচ্ছে। জনগণের ক্ষতি হয় এরকম কোনো কাজ আমরা সমর্থন করতে পারি না।

এসময় তিনি এলাকাবাসীর উপস্থিতিতে তৎক্ষনিক স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে পুকুর ভরাট কাজ বন্ধ করেন।

Bootstrap Image Preview