Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদে ঢুকে ইমাম হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:৫১ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:৫১ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে মসজিদে ঢুকে ঈমাম ও মুসল্লি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার (২১ জানুয়ারি) বিকেলে কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গেল বছরের ১৬ ডিসেম্বর রোববার কালিকাপ্রসাদ আদর্শপাড়া খেয়াঘাট জামে মসজিদে মসজিদের ঈমাম (খতিব) লিল মিয়া, মুসল্লি শফিকুল ইসলাম, ঈসমাইল মিয়া, মুসলিম মিয়া ও লিয়াকত মিয়া এশার নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় মামলার প্রধান আসামি জসিম মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠি সোঠা ও ধারালো অস্ত্র নিয়ে ঈমাম ও মুসল্লিদের এলোপাথারী মারধোর ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় পরের দিন লিল মিয়ার ভাতিজা সাদ্দাম হোসেন বাদী হয়ে জসিম উদ্দিনকে প্রধান অভিযুক্ত করে ১২ জনের নাম উল্ল্যেখ করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ১২ জনের মধ্যে ৯ জন আদালতে হাজির হয়ে জামিন নিলেও বাকি ৩ জন দীর্ঘদিন পলাতক ছিল।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোখলেছুর রহমান জানান, মামলার প্রধান আসামি জসিমকে গ্রেফতার করা হয়েছে। পলাতক  বাকি ২ জনকে অবিলম্বে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview