Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানালেন জেলা পুলিশ সুপার

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শিমুলতলা বাজার থেকে ১৩০ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থার একটি চৌকষ দল।  

রবিবার (২০ জানুয়ারি) দুপুর ১ টা ৪৫ মিনিটে পাহাড় বর্ষিজোড়া এলাকার তাজুল ইসলামের ছেলে তানভীরকে গ্রেফতার করা হয়। 

এব্যাপারে ডিবি সাব ইন্সপেক্টর মুমিন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিমুলতলা বাজার এলাকার আলতাফ মটরস এর সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তানভীর দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার করে আসছিল।

এদিকে মৌলভীবাজারের পুলিশ সুপার শাজালাল বিডিমর্নিংকে বলেন, দুর্নীতি ও মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর। আর আমরা জেলা পুলিশ মাদক নির্মূলে দিনরাত কাজ করে যাচ্ছি। মৌলভীবাজার জেলায় কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবেনা।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যারা এখনো এই ব্যবসায় লিপ্ত আছেন আর যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন তারা অতিবিলম্বে আত্মসমর্পণ করুন। আর এই ব্যবসা ছেড়ে ভালো রাস্তায় ফিরে আসুন অন্যথায় পরিণতি হবে খুব ভয়াবহ।  

Bootstrap Image Preview