Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতারণার দায়ে প্রধান শিক্ষকের দুই বছরের জেল

ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:২২ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:২২ PM

bdmorning Image Preview
প্রতীকী


প্রতারণার দায়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের দুই বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ জানুয়ারি) ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল প্রথম আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এই রায় দেন।

জানা যায়, মালয়েশিয়া পাঠানোর নাম করে ভায়না সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর ওই গ্রামের মতিয়ার রহমানের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেন।

বাদীর পক্ষের আইনজীবী এ্যড. শ্রি গৌতম কুমার বিশ্বাস জানান, ২০১৪ সালে আসামি আলমগীর হোসেন মতিয়ার রহমানের ছেলে বকুল হোসেনকে বিদেশ পাঠানোর নামে বেশ কয়েকজন সাক্ষিদের উপস্থিতিতে টাকা গ্রহণ করেন। পরে সেই টাকা ফেরৎ না দেওয়ায় তার নামে মামলা করা হয়।

আদালত সাক্ষিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিত্বে বুধবার আসামিকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। আসামি পক্ষে এ্যড. কামরুল আবেদীন শাহিন মামলাটি পরিচালনা করেন।

Bootstrap Image Preview