Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে দেশের দ্বিতীয় ইজতেমা শুরু আগামীকাল

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ৪১তম দেশের দ্বিতীয় বিশ্ব ইজতেমা শুরু হবে।

দিল্লীর নিজাম উদ্দিন আউলিয়ার মূল ধারার তাবলীগ জামায়াতের অনুসারীদের আয়োজনে এ ইজতেমা ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হবে।

ইজতেমা আয়োজক কমিটির সূরার সাথী শামছুল হক সরকার বলেন, স্বাধীণতার পর থেকে দেশে ২টি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে টঙ্গির বিশ্ব ইজতেমা এবং সরুগ্রামের ইজতেমা। তবে এই ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গির ইজতেমার কমপক্ষে এক মাস আগে। তারই ধারাবাহিকতায় এবারও মুসল্লিরা দুইদিন থেকেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। লক্ষাধীক মুসুল্লির অবস্থানের লক্ষে দীর্ঘ শামিয়ানা, পান্ডেল চট দিয়ে ছাউনি দেওয়া হয়েছে পুরো ইজতেমা ময়দানে।

মুসল্লিদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রয়েছে পর্যান্ত পানি সরবরাহ, ওজুখানা ও আলাদা আলাদা অস্থায়ী বাথরুমের ব্যবস্থা। ৭ দিন যাবৎ শতাধিক মুসুল্লি সেচ্ছাশ্রমে ইজতেমা ময়দান তৈরী ও ব্যবস্থাপনায় কাজ করেছেন। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে শতাধিক সাথী (স্বেচ্ছাসেবক) সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।

ঢাকার টুঙ্গিতে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য এই ইজতেমা থেকে ২৫-৩০টি জামায়াত নগদে চিল্লায় বের হবেন। ইজতেমায় দেশ-বিদেশের মুরব্বীরা প্রতি ওয়াক্তে নামাজ শেষে বিশ্বব্যাপী দিন ইসলাম প্রতিষ্ঠা নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে বয়ান পেশ করবেন। ইতিমধ্যেই ইন্দোনেশিয়া ও মালয়েমিয়ার বিদেশী জামায়াত ইজতেমা ময়দানের আশেপাশের মসজিদগুলোতে অবস্থান করছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শন্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের লক্ষে ময়দানে কঠোর নজরদারী রাখা হয়েছে। এছাড়া বিদেশি মুসুল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি (শনিবার) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

Bootstrap Image Preview