Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৪:৪৪ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে শিশু কন্যাকে হত্যার দায়ের পিতা শাহদাৎ হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালত।   

বুধবার (১৬ জানুয়ারী) দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। এসময় আসামী পলাতক ছিল। 

আদালত সূত্র জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুর রহমান গংদের ফাঁসাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে শাহদাৎ হোসেন তার শিশু কন্যা মুনিয়াকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে মারাক্তকভাবে আহত করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় মুনিয়া ১২ এপ্রিল পটুয়াখালী সদর হাসপাতালে মারা যায়। পরে মূল ঘটনা বেড়িয়ে আসলে কলাপাড়া থানার এসআই নাজমুল করিম বাদী হয়ে ওই বছরের ৪ জুলাই কলাপাড়া থানা পিতা শাহদাৎকে আসামী করে মামলা দায়ের করেন এবং ১২ অক্টোবর পিতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানী এবং ভিকটিমের মাসহ ১৫ জনের স্বাক্ষী নিয়ে আসামী পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম দণ্ড প্রদান করেন।  
 

Bootstrap Image Preview