Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বিনামূল্যে বিতরণের সরকারী বই জব্দের পর মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি: 

হবিগঞ্জ শহর থেকে বিনামূল্যে বিতরণের সরকারী বই জব্দের পর মামলা দায়ের হয়েছে। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও চার পাঁচজনকে। 

সোমবার দিবাগত রাতে শহরের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আটক ২ জনসহ ৪ জনকে আসামী করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অন্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না। 

আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরও কারা জড়িত তা জানতে প্রয়োজনে রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকা থেকে বিনামূল্যে বিতরণের ৪ হাজার সরকারী নতুন বই জব্দ করে পুলিশ। এ সময় জেলার লাখাই উপজেলা পশ্চিম বুল্লা গ্রামের আমির আলীর পুত্র রাসেল মিয়া (২২) ও একই এলাকার নূর মিয়ার পুত্র হাসিম (১৭) কে হাতে-নাতে আটক করা হয়।

Bootstrap Image Preview