Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবৈধ প্রেমের খেসারত দিলো সুমা, দাফনের ১০ দিন পর লাশ দাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রঘুনন্দন পাহাড় থেকে উদ্ধার হওয়া সুমা রানী সরকারের (২৫) লাশ দাফন করার ১০ দিন পর দাহ করা হয়েছে।

গত সোমবার বিকালে ডুম ছাবু, তাজুল ইসলাম ও আব্দুল মতিনকে নিয়ে রাজনগর কবর স্থান থেকে লাশটি উত্তোলন করে পৌর শশ্মান ঘাটে লাশ দাহ করা হয়। এদিকে নিহত সুমার মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশের ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত ৫ জানুয়ারি রঘুনন্দন পাহাড় থেকে সুমা রানী সরকারের লাশ চুনারুঘাট থানার পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পরকিয়ার কারণে সুমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশটি আঞ্জুমান মহিদুলের মাধ্যমে হবিগঞ্জ শহরের রাজনগর কবর স্থানে দাফন করা হয়।

সূত্র জানায়, স্থানীয় পত্রিকায় ৮ জানুয়ারি নিহত সুমার মা সন্ধ্যা রানী সরকার তার মেয়ের ছবি দেখে চিনতে পেরে চুনারুঘাট থানায় যান। এরই মাঝে তার মেয়েকে দাফন করা হয়েছে। পরে গত ১০ জানুয়ারি নিহত সুমার মা সন্ধ্যা রানী  আদালতে একটি মামলা দায়ের করলে আদালত ধর্মীয় মতে লাশ তুলে সৎকার করার নির্দেশ দেন। 

মামলার বিবরণে জানা যায়, সুমা সরকারের বিয়ে হয় ব্রাহ্মণ বাড়িয়া জেলার শাল্লাপুর গ্রামের বাদল সরকারের সাথে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি জীবিকার তাগিদে বাদল সরকার বিদেশ চলে যায়। এরই মাঝে সুমার সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কয়েকদিন আগে ওই যুবক সুমির পিত্রালয়ে বেড়াতে আসে। ঘটনার আগের দিন সকালে সুমা কন্যাকে পিত্রালয়ে রেখে প্রেমিক যুবকের সাথে মোটরসাইকেল যোগে বেড়াতে যায়। ওই যুবক সুমাকে রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়।

Bootstrap Image Preview