Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ’এর কালেক্টর গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

ইউপিডিএফের কালেক্টর মধু রঞ্জন ত্রিপুরার কাছ থেকে টাকা আদায়ের রশীদ বই,  অস্ত্র ও গুলি উদ্ধার করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাত্তাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার পিতা লক্ষী রঞ্জন ত্রিপুরা, গ্রামঃ ময়দাছড়া, তবলছড়ি।

নিরাত্তাবাহী বাহিনীর সূত্রে জানা যায়, গত রাত সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান সাইনবোর্ড এলাকা থেকে মধু রঞ্জন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করে।

জানা যায়, যে সে নিয়ং মারমা, থোইচিং মারমা, অনিমেষ চাকমা এবং রাজু চাকমা নামে অপর ৪ জন ইউপিডিএফ'র সদস্যের সাথে ঐ এলাকায় বৈঠক করছিল। সেই সময় সেনাবাহিনীর উপস্থিতি  টের পেয়ে পালিয়ে যায়ার সময় তাদের এক জনকে আটক করে।

আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় বন্দুক (এল. জি), ২ রাউন্ড তাজা গুলি,২ রাউন্ড খালি কার্তুজ, ২ টি বড় দা ও চাঁদা আদায়ের বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফ'র কালেক্টর ও সদস্য দাবি করে।

অভিযুক্তকে উদ্ধারকৃত মালামালসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিরাত্তাবাহিনী সূত্র।

Bootstrap Image Preview